প্রসেনজিৎ রাহা,১০জুলাই,শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে বেআইনিভাবে মদ মজুদ ও মদ বিক্রির পাশাপাশি ড্রাগস কারবারিদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নয়া পুলিশ কমিশনার গৌরব শর্মা দায়িত্ব নেওয়ার পর থেকেই শিলিগুড়ি শহরকে ড্রাগস মুক্ত শহর করার প্রতিজ্ঞা বধ্য হন। প্রতিটি থানার পুলিশ কর্মী দের কে নিয়ে বিশেষ বৈঠকে বসেন আইপিএস গৌরব শর্মা।
শহরের অপরাধ রুখতে তৈরি করেন স্পেশাল অপারেশন গ্রুপ। পাশাপাশি ডিটেকটিভ ডিপার্টমেন্ট কেও করা হয় একটিভ। এর পর থেকে শহরের প্রতিটি থানা এলাকা থেকে লাগাতার চলছে মাদক উদ্ধারের ঘটনা।শুক্রবার রাতেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী শহরের দুটি এলাকায় আচমকা অভিযান চালিয়ে প্রচুর মদসহ দু’জনকে গ্রেফতার করল।
শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে শিলিগুড়ি পৌর কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের জ্যোতিনগর কলোনিতে জীতিক দাস নামে এক বেআইনি মদ কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর দেশী বিদেশী মদ। পাশাপাশি অভিযান চালানো হয় ২৮ নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া মজদুর কলোনি এলাকায়।
ওই অভিযানে হারু দে নামে এক ব্যক্তির বাড়িতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী। হারু দে কে গ্রেপ্তার করে তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রচুর দেশী বিদেশী মদ। শিলিগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে শহরে বেআইনিভাবে মদ মজুদ করে মদ বিক্রি এবং ড্রাগসের বিরুদ্ধে এই অভিযান চলবে’। দুই অভিযুক্তকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়।