শিলিগুড়ি,১৯জুন,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়ি শহরে মদ, গাঁজা ড্রাগস এবং নেশার সামগ্রী বিক্রি রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর প্রতিটি থানা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে প্রতিটি থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। শুক্রবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর দেশী বিদেশী মদসহ ৩ মহিলাকে গ্রেফতার করল।
শিলিগুড়ি থানা সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন ধরেই শিলিগুড়ি শহরের সাদা পোশাকের পুলিশ এর কাছে খবর আসছিল প্রমোদনগর এবং টিকিয়াপাড়া এলাকায় ৩ মহিলা রমরমা মদের কারবার চালাচ্ছে। শুক্রবার রাতে সবার প্রথমে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী প্রমোদনগর এর দুটি মদের ডেরায় অভিযান চালিয়ে প্রায় কুড়ি হাজার টাকার দেশী বিদেশী মদ আটক করে। এই ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্তদের নাম শেফালী রায় এবং প্রভারানি দাস। এরপর সাদা পোশাকের পুলিশ বাহিনী অভিযান চালায় টিকিয়াপাড়া এলাকায়। সেখানেও প্রমিলা বিশ্বাস নামে এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৮ হাজার টাকার দেশী বিদেশী মদ। ৩ অভিযুক্ত মহিলাকে শনিবার শিলিগুড়ি আদালতে পাঠানো হয়। শিলিগুড়ি থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে বেআইনি মদ বিক্রির পাশাপাশি ড্রাগস এবং নেশার সামগ্রী বিক্রির বিরুদ্ধে এই অভিযান চলবে’।