শিলিগুড়ি ১৬জুন,তনময় চক্রবর্তী জয়া রায়: মাদক মুক্ত শহর গড়তে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর প্রতিটি থানা। প্রতিদিন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর মাটিগাড়া বাগডোগরা শিলিগুড়ি প্রধান নগর ভক্তিনগর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ মাদক উদ্ধার এর পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তার করছে। একমাস আগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন আইপিএস গৌরব শর্মা।
তিনি খোঁজ খবর নিয়ে জানতে পারেন শিলিগুড়ি শহরের যুব সম্প্রদায় ড্রাগ আসক্ত। বিভিন্ন এলাকায় চলছে বেআইনি মদের ব্যবসা। হেরোইন ব্রাউন সুগার গাজা বিক্রি হচ্ছে বিভিন্ন থানা এলাকায়। এরপর নয়া আইপিএস অফিসার প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসারদের কে সাথে নিয়ে বৈঠকে বসেন। শপথ নেওয়া হয় ড্রাগস মুক্ত শহর গড়ার। এর পরেই অভিযানে নামে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর প্রতিটি থানার পুলিশ কর্মীরা। একের পর এক অভিযানে মেলে সাফল্য। এবার একটু অন্য ভূমিকায় পুলিশ।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হলো এক ড্রাগস বিরোধী
সচেতনতা শিবিরের। কিন্তু অবাক কান্ড এবার এই সচেতনতা শিবির করা হল খোদ মাটিগাড়া থানার বিশ্বাস কলোনিতে যেখান থেকে সবচেয়ে বেশি ড্রাগস কারবারিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবং বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের গ্রেপ্তার করলে পুলিশ জানতে পারত তারা ড্রাগস ব্রাউন সুগার এলাকাতেই বিক্রি করতে যাচ্ছে।
আর এবার ওই বিশ্বাস কলোনিতে পুলিশের আনাগোনা।
পুলিশ সূত্রে খবর, মাটিগাড়ার বিশ্বাস কলোনী এলাকা ড্রাগস পাচারকারী এবং মাদক পাচারকারীদের আঁতুড়ঘর।মঙ্গলবার সেই আঁতুড়ঘরে সোজা চলে যান শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ পুলিশকর্মীরা ৷ তবে এদিন কোন দুষ্কৃতীকে গ্রেফতার করতে নয়, মেট্রোপলিটন পুলিশ পৌঁছান একটি সচেতনতা শিবির করতে।
আজ মাটিগাড়া বিশ্বাস কলোনি এলাকার সাধারণ মানুষদের নিয়ে ড্রাগস বিরোধী একটি সচেতনতা শিবির করা হয় । সচেতনতা শিবিরে প্রত্যেক এলাকার সাধারন মানুষদের বোঝানো হয় ড্রাগস এবং মাদকের যুক্ত থাকলে কি কি ক্ষতি হতে পারে কতোটা খারাপ দিকে চলে যেতে পারে সমাজ।
পাশাপাশি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয় একটি হেল্প লাইন চালু করা হলো।
যদি কোনো ধরনের অবৈধ কাজ এলাকায় কেউ করে থাকে তবে খুব শীঘ্রই সেই হেল্পলাইন নাম্বার এর সাথে যোগাযোগ করতে পারে এলাকার মানুষ।
আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি চন্দন দাস।
মাটিগাড়া থানার ইনচার্জ ওসি অনির্বাণ ভট্টাচার্য্য, মেডিকেল আউট পোস্টের ইনচার্জ অমর্ত চক্রবর্তী সহ আরও অনেক পুলিশ প্রশাসনের কর্মকর্তারা।