শিলিগুড়ি,১১জুন,পরিমল রায়: শিলিগুড়ি পৌর নিগমের ২৩নম্বর ওয়ার্ডের পলিটেকনিক কলেজে সেফ হোমের উদ্ধোধন হল শুক্রবার ৷ এই সেফ হোমের উদ্ধোধন করলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব৷ করোনা অতীমারীর দ্বিতীয় ঢেউয়ে করোনা সংক্রমিত রোগীদের চিকিৎস্যার জন্য শিলিগুড়ি সূর্য্যনগর এলাকার একটি সেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই সেফ হোম তৈরী করা হয়েছে৷
সেফ হোম তৈরীতে সহযোগীতা করেছে কোভিড কেয়ার নেটওয়ার্ক সহ শিলিগুড়ির বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন৷ পলিটেকনিক কলেজের সেফ হোমে ২০টি বেড রাখা হয়েছে৷ ১০টি মহিলাদের জন্য এবং ১০টি পুরুষদের জন্য৷ প্রতিটি বেডে থাকছে অক্সিজেনের ব্যবস্থা৷ করোনা রোগীদের বিনোদনের জন্য রাখা হয়েছে টেলিভিশন৷ রোগীদের মোবাইলে ইন্টারনেট পরিষেবার জন্য রাখা হয়েছে ওয়াই—ফাই এর ব্যবস্থা৷ রোগীদের চিকিৎস্যার জন্য থাকবে ডাক্তার ও নার্স৷
করোনা সংক্রমিত রোগীদের বাড়ি থেকে আনার জন্য ও করোনা সংক্রমন কাটিয়ে সুস্থ্য হয়ে ওঠা মানুষদের বাড়িতে পাঠানোর জন্য এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে৷ সেফ হোমে থাকা করোনা রোগীদের জরুরী অবস্থার ভিত্তিতে চিকিৎস্যার জন্য উত্তরবঙ্গ মেডিকেলাকলেজ ও হাসপাতালে পাঠানো হবে৷
শুক্রবার সেফ হোমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব সহ পুর বোর্ডের সদস্য রঞ্জন সরকার, অলোক চক্রবর্তী, বিবেক বৈদ্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, শিলিগুড়ি থানার আইসি সুদীপ চক্রবর্তী ও সেফ হোম তৈরী করা সংগঠনের সদস্যরা৷ এই সেফ হোম হওয়াতে অনেকটাই চিন্তামুক্ত হলো করোনা আক্রান্ত রোগীরা যাদের বাড়িতে থাকা নিয়ে দেখা দিয়েছিল সমস্যা।