শিলিগুড়ি,১০জুন,প্রসেনজিৎ রাহা: নিষিদ্ধ ওষুধ সহ এক ব্যাক্তিকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।গোপন সুত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় হানা দেয় প্রধান নগর থানার পুলিশ। যেমন খবর তেমন কাজ। বমাল প্রচুর নিষিদ্ধ ওষুধ সহ রাজা হাসমি নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে প্রধান নগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী।উদ্ধার হওয়া নিষিদ্ধ ওষুধের মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে প্রধান নগর থানা সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া ওষুধ গুলি নেশার কাজে ব্যাবহার করা হত বলে জানা গিয়েছে।ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয়।
বিগত একমাস যাবত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ শহরের প্রতিটি থানা এলাকায় লাগাতার অভিযান চালাচ্ছে বেআইনি মদ বিক্রি মজুদ এবং ড্রাগসের বিরুদ্ধে। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নয়া পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে চলছে এই স্পেশাল রেড। আর তাতেই মিলছে সাফল্য। লাগাতার এই অভিযানে এখনো পর্যন্ত কয়েক হাজার লিটার মদ,গাঁজা, ব্রাউন সুগার, নেশার ওষুধ সহ বেশ কয়েকজন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ, তরুণ যুব প্রজন্মকে বাঁচাতে পুলিশের এই উদ্যোগে খুশি শিলিগুড়ির শহরবাসী।