প্রসেনজিৎ রাহা,অভিষেক সিনহা,১৭ জুলাই,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪১ জন যুবক-যুবতী। শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা জানিয়েছেন কার্যত লকডাউন বা বিধি নিষেধ অমান্য করে ভক্তিনগর থানার সেবক রোডের একটি শপিং মলের ডিস্ক এবং বারে চলছিল নাচানাচি।
ভক্তিনগর থানার ইস্পেক্টর ইনচার্জ এবং বিশাল পুলিশবাহিনী গোপন সূত্রে খবর পেয়ে নাসা নামে ওই বার এবং রেস্টুরেন্টে অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ঐ ডিস্ক এবং বারে মদ্যপান এবং নাচানাচি চলছিল কোভিড বিধিনিষেধ ভেঙ্গে। ভক্তিনগর থানার পুলিশ বাহিনী ২৫ জন পুরুষ এবং ১৫ জন মহিলাকে ঐ বার থেকে গ্রেফতার এবং উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যেকের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে পুলিশ বলে জানানো হয়েছে। ওই বারের মালিক এবং ম্যানেজারের বিরুদ্ধেও পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে বলে জানা গিয়েছে। কোভিড প্রটোকল না মেনে হোটেল-রেস্টুরেন্ট বার দোকানপাট বাজার খুললে পুলিশ কড়া হাতে ব্যবস্থা নেবে বলে সাফ জানিয়ে দিয়েছে।