শিলিগুড়ি,১৬মে,পরিমল রায়:রাজ্যে শুরু হয়েছে ১৪দিনের কড়া লকডাউন ৷ এই সময় পুরোপুরি বন্ধ থাকবে গন পরিবহন ৷ লকডাউনের প্রথম দিনে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে দেখা গেল কর্মস্থান থেকে বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষায় বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজনকে৷ করোনা ভাইরাসের সংক্রমনের শৃঙ্খল ভাঙতে রাজ্যে দু’সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। রবিবার সকাল ৬ টা থেকে ৩০ মে সন্ধ্যা ৬ টা
পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারী অফিস, বিনোদন ক্ষেত্র, শপিংমল, রেস্টুরেন্ট, সুইমিং পুল, বিউটি পার্লার। তবে সাধারণ মানুষের যাতে খাবারের সংকট দেখা না দেয় সেই দিকে তাকিয়ে, খুচরো দোকান, সবজি-ফল-মুদিখানা-দুধ ও মাংসের দোকান সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি দুধ যাতে নষ্ট হয়ে না যায় সেদিকে তাকিয়ে
মিষ্টির দোকান সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে বলে সরকারি নির্দেশনামায় জানানো হয়েছে।
এই লকডাউনে পুরোপুরি বন্ধ থাকছে সমস্ত রকম গনপরিবহন৷ জরুরী পরিষেবায় যুক্ত থাকা যানবাহন ব্যাতিত বন্ধ থাকছে লোকাল ট্রেন, মেট্রো, বাস, লঞ্চ, লরি সবকিছুই ৷রবিবার সকাল থেকে শিলিগুড়ি তেনজিং নরগে বাস টার্মিনাসে দেখা গেল বেশ কিছু যাত্রী লকডাউনের জন্য বাড়ি ফেরার পথে বাসের অপেক্ষায় ৷ বাস পরিষেবা বন্ধ থাকায় ভিষন বিপদে পরেছেন তারা৷
এই লকডাউনে বাস না পেয়ে কি ভাবে তারা বাড়ি ফিরবেন সেই নিয়েই দিশেহারা অবস্থা তাদের। যেন কোন যানবাহন খুজঁছেন তারা একটু বাড়ি পৌঁছতে চাইছেন যে কোনো ভাবে।চারিদিকে কেউ নেই, নেই খাবারের দোকান,অসহায় অবস্থায় ওই মানুষগুলো নিরুপায় হয়ে বসে আছে৷ কর্মস্থান থেকে অনেক কষ্টে শিলিগুড়িতে এসে পৌছালেও এই শহর থেকে তারা কি ভাবে যাবে বাড়ি তা নিয়েই দুশ্চিন্তায় পরেছেন ঐ মানুষ গুলো৷