শিলিগুড়ি,৫ জুন, ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: পাচারের আগেই ৬০২গ্রাম ব্রাউন সুগার ও ১লক্ষ ৪৪হাজার টাকার ভারতীয় নোট সহ ছয়জনকে গ্রেফতার করলো মালদার কালিয়াচক থানার পুলিশ। কালিয়াচক থানার পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতদের নাম কুতুবুদ্দিন শেখ,মহন্মদ ইউসুফ আলি, মহন্মদ নাসির হোসেন,মহন্মদ সারাফাৎ আলী,মহন্মদ সাহাবুদ্দিন ও তসলিম শেখ। শুক্রবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে কালিয়াচক থানার বালুয়াচরা এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করা ওই পাঁচ অভিযুক্তকে তল্লাশী চালিয়ে প্লাস্টিক প্যাকেটে মোড়া ৬০২গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। পাশাপাশি তাদের কাছ থেকে ভারতীয় ১লক্ষ ৪৪হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করবে কালিয়াচক থানার পুলিশ। অভিযুক্তদের শনিবার আদালতে তোলা হয়।