প্রসেনজিৎ রাহা, ১৬সেপ্টেম্বর, শিলিগুড়ি: পুজোর আগে রোগে বিধ্বস্ত জনজীবন। সব চেয়ে বেশি বিপর্যস্ত উত্তরবঙ্গ। উত্তরবঙ্গে একদিকে অজানা জ্বর, অন্য দিকে ডেঙ্গি, স্ক্রাব টাইফাস এবং জাপানি এনসেফালাইটিসের হানা। জানা গিয়েছে, জলপাইগুড়ির ১ শিশু জাপানি এনসেফালাইটিসে আক্রান্ত, ১ শিশু ডেঙ্গিতে আক্রান্ত।
অন্য দিকে, দার্জিলিং জেলার ৬ জন শিশু স্ক্রাব টাইফাসে আক্রান্ত এবং ৫ জন শিশু ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন দার্জিলিং জেলা স্বাস্থ্য মহল। এ ছাড়াও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বহু শিশু প্রতিদিনই নানা অসুবিধা নিয়ে ভর্তি হচ্ছে।
হাসপাতাল সূত্রেই জানা গিয়েছে, সম্প্রতি তাদের মধ্যে ৬৫ জনের নমুনা কলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই নমুনার রিপোর্ট আসে বুধবার।তখনই এই সংক্রমণের কথা জানা যায়। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের অধ্যক্ষ জানান, ডেঙ্গুতে ৫টি পজিটিভ এবং স্ক্রাব টাইফাসে ৬টি পজিটিভ কেস জানা গিয়েছে।
কেন এরকম হচ্ছে, তার উত্তরে তিনি জানান, পুজোর আগে এবং বসন্তকালে সাধারণত এরকম ঘটে থাকে।তবুও করোনা কালে আচমকাই উত্তরবঙ্গ জুড়ে শিশুদের এই ধরনের সংক্রমণে উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য মহল। উদ্বিগ্ন সাধারণ মানুষজনও। ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই জ্বরাক্রান্ত হয়ে চার শতাধিক শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি বলেই খবর মিলেছে।
তবে স্বাস্থ্য দপ্তর সূত্রে অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে বলা হয়েছে, শিশুদের যেকোনো রকম রোগের উপসর্গ দেখা দিলেই স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের পরামর্শে আনার জন্য।