শিলিগুড়ি,৫জুন,তনময় চক্রবর্তী: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশের অভিযান গ্রেফতার ৬ জন দুষ্কৃতী। শুক্রবার রাতে শিলিগুড়ি পিএনটি গলির জলপাই মোড় এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ঐ ৬ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ।
শিলিগুড়ির থানা পুলিশ সূত্রে জানা গেছে শুক্রবার রাতে গোপন সূত্রে খবর আসে পিএনটি গলির জলপাই মোড়ে কাছে ৬ জন দুষ্কৃতী ডাকাতি উদ্দেশ্য জড়ো হয়েছে। এর পরেই অভিযান চালায় পুলিশ।ওই এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে ৬জন দুষ্কৃতী কে গ্রেফতার করে শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ দল।
ধৃতদের নাম রবী বর্মন,মহঃ কালাম, মহঃ জাকির, প্রদীপ দাস ওরফে পল্টু ও মহঃ বাপ্পা। অস্ত্র সশস্ত্র নিয়ে তারা জরো হয়েছিল মিলন পল্লী এলাকায় ডাকাতি করা জন্য বলে পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে ।এদের কাছ থেকে শোর্ড,রড সহ আরো বিভিন্ন ডাকাতি করার জিনিস পাওয়া গিয়েছে। শনিবারে ৬জন দুষ্কৃতীদের শিলিগুড়ি আদালতে তোলা হয়।