শিলিগুড়ি,১৪জুন,প্রসেনজিৎ রাহা,অভিষেক সিনহা: শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান, ভক্তিনগর থানার টুরিস্ট ইন হোটেল থেকে মদের আসরে জুয়াখেলার অভিযোগে ৫ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর স্পেশাল অপারেশন গ্রুপের কাছে গোপন সূত্রে খবর আসে সেবক রোডে টুরিস্ট ইন হোটেলে চলছে জুয়ার আসর, খবর পাওয়া মাত্রই ভক্তিনগর থানার পুলিশকে সাথে নিয়ে ওই হোটেলে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ। অভিযানে মিলে যায় সাফল্য।
এক মহিলাসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। ভক্তিনগর থানার পুলিশ জানিয়েছে ওই হোটেল থেকে উদ্ধার হয়েছে প্রচুর নেশার সামগ্রী। পুলিশ যখন হোটেলে অভিযান চালিয়েছিল, তখন টেবিলে সাজানো ছিল মদের গ্লাস, চলছিল জুয়ার আসর, মদ্যপান। তবে এই অভিযানে কোন অর্থ উদ্ধার করতে পারেনি পুলিশ, সবটাই চলছিল অনলাইন পেমেন্ট বলে জানা গিয়েছে, করোণা মহামারীর সময় কালে কড়া বিধিনিষেধের মাঝে কিভাবে ওই হোটেলে বহিরাগতরা ঢুকে এই নেশায় মেতে ছিল তারই তদন্ত শুরু করেছে পুলিশ।
স্পেশাল অপারেশন গ্রুপের সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নামশেখর আগারওয়াল, আশিষ মুখিয়া, সাগর কুমার, মুন্না সুন্দর, বেদ প্রকাশ। অভিযুক্তদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।