জহিরুল হক,প্রসেনজিৎ রাহা,৩০জুন,শিলিগুড়ি: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের অভিযান, তিনবাত্তি মোড় এলাকায় একটি হোটেলে হানা দিয়ে প্রচুর পরিমাণে মদ উদ্ধার করল এস ও জি। মঙ্গলবার রাতে স্পেশাল অপারেশন গ্রুপের অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত তিনবাত্তি মোড় এলাকার সুরুচি হোটেলে মজুদ রয়েছে প্রচুর মদ। এরপর ক্রেতা সেজে ওই হোটেলে ঢোকে স্পেশাল অপারেশন গ্রুপের পুলিশ কর্মীরা।
পুলিশ অফিসাররা হোটেলে ঢুকেই খাবারের অর্ডার দেওয়ার পাশাপাশি দোকানে কে কি ব্র্যান্ডের মদ রয়েছে তা নিয়ে হোটেলের কর্মীকে প্রশ্ন করলে উত্তর যা মেলে তাতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায় পুলিশকর্মীরা,যে গোপন সূত্রের খবরের সত্যতা রয়েছে এবং হোটেলে মজুত রয়েছে প্রচুর মদ।এরপরই শুরু হয় একশন।
হোটেলের কর্মীদেরকে হেফাজতে নিয়ে হোটেলের বিভিন্ন কক্ষ থেকে উদ্ধার হয় প্রচুর মদের কার্টুন। স্পেশাল অপারেশন গ্রুপ নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে ঐ উদ্ধার হওয়া মদ এবং দুই অভিযুক্ত কে হস্তান্তরিত করে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন ওই হোটেলের মালিক শ্যামল মোদক এবং এক কর্মী অপূর্ব দত্ত। উদ্ধার হওয়া দেশী এবং বিদেশী মদের দাম কয়েক হাজার টাকা বলে জানিয়েছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। অভিযুক্তদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় ।