শিলিগুড়ি,২৩জুন,ফ্ল্যাশ মিডিয়া নিউজ:আবার ট্রোলড শ্রাবন্তী,প্রেম মানেই ধোঁকা! এই মন্তব্য এবং এই রিলেটেড গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেই আবার নেটিজেনদের কাছে খোঁচা খাচ্ছেন শ্রাবন্তী! শেষমেশ প্রেম নিয়ে এই রকম কথা কেন বলছেন শ্রাবন্তী? এ তো দেখছি ভূতের মুখে রাম নাম! ইনস্টাগ্রাম ফেসবুক খুললেই নেটিজেনদের করা রসিকতায় ভরে উঠেছে টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তীর সোশাল মিডিয়ার দেওয়াল।
কোন কুক্ষণে যে একটা ভিডিও আপলোড করেছিলেন শ্রাবন্তী, যার জন্য সোমবার মধ্যরাত থেকেই নায়িকার নামে ট্রোলের বন্যা। এমন কী রয়েছে এই ভিডিওতে? যা নিয়ে এত তোলপাড়!আসলে ট্রোল হওয়াটা একেবারে জলভাত করেছে ফেলেছেন শ্রাবন্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় যা করেন, তা নিয়েই নেটিজেনরা শুরু করে দেন নানা কথা। এর শুরু শ্রাবন্তীর তৃতীয় বিয়ে এবং সেই তৃতীয় বিয়ে ভাঙনের গল্প থেকেই। তারপর তো রাজনীতিতে এলেন নায়িকা। তাতে শ্রাবন্তীর গায়ে ছিটল কাদা জল।
তবে এখানেই শেষ নয়, এই তো কয়েকদিন আগেই নতুন প্রেমিক অভিরূপকে জুটিয়ে, তাঁর জন্মদিনে দেদার ফূর্তি করলেন শ্রাবন্তী। সেই ছবি তো এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেই শ্রাবন্তীই এবার যদি প্রেম নিয়ে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায়?শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে এবং ফেসবুকে যে ভিডিওটি আপলোড করেছেন তা একেবারেই এক ফ্যাশন শুটের ভিডিও। যেখানে কালো ফ্লোরাল গাউনে নিজের রূপের ডালি নিয়ে ক্যামেরার সামনে নানান পোজ দিলেন টলিউডের সুইট গার্ল। এত পর্যন্ত সব ঠিকই ছিল।
নেটিজেনদের রসিকতা, ভিডিওর নেপথ্যে ব্যবহার হওয়া বলিউডি গান নিয়েই শুধু নয় তার ক্যাপশন নিয়েও। যে গানে ও ক্যাপশনে প্রেমকে নেহাত ধোঁকা হিসেবেই বলা হয়েছে।নেটিজেনরা বলছেন, যে মেয়ে তিনবার প্রেমে পড়েন, তিনবার বিয়ে করেন, তাঁর কাছে প্রেম আবার ধোকা?তবে এ ব্যাপারে শ্রাবন্তী একেবারেই স্পিকটি নট। বরং নতুন প্রেমিকের স্বপ্নেই এখন বিভোর প্রেম ও বিয়ে করতে ভালোবাসা শ্রাবন্তী।