জনার্দন রায়, ৩সেপ্টেম্বর, জলপাইগুড়ি: নিষিদ্ধ মাদক ট্যাবলেট পাচার করতে গিয়ে পুলিশের হাতে গেফতার হল তিন যুবক। জলপাইগুড়ির পাহাড়পুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই মাদক কারবারীদের।
জলপাইগুড়ির কতোয়ালী থানার আইসি অর্ঘ্য সরকার জানিয়েছেন ধৃতদের নাম মহম্মদ হায়াতুল্লা, ইকবাল হোসেন ও একলাশুর মোমিন। ধৃতরা মালদা ও মর্শিদাবাদ জেলার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে মিলেছে প্রচুর পরিমাণ নিষিদ্ধ মাদক ট্যাবলেট। ধৃতদের সঙ্গে থাকা একটি চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে রাজ্য পুলিশের STF ও জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ মাদক পাচারের মামলা দায়ের করা হয়েছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানা সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে STF এবং জলপাইগুড়ির কতোয়ালী থানার পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পায়।এই চক্রে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তার তদন্ত করছে এসটিএফ এবং জলপাইগুড়ি কোতোয়ালি থানা।