অভিষেক সিনহা, ১৪আগস্ট,শিলিগুড়ি: আগামীকাল স্বাধীনতা দিবস তার আগে গোটা দেশজুড়ে চলছে লাল সর্তকতা। যে কোন রকম অপ্রীতিকর ঘটনার উপর তৈরি পুলিশ প্রশাসন। রেল সড়ক বিমান সব দিকেই নজর গোয়েন্দাদের। স্বাধীনতা দিবসের দিন গোটা রাজ্যের পাশাপাশি শহর শিলিগুড়ি তেউ যাতে কোনরকম নাশকতা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে কোন জঙ্গি সংগঠন নিয়ে সে দিকেই নজর পুলিশ প্রশাসনের।
গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ব্রিজ এবং সড়ক পথে চলছে তল্লাশি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার অন্তর্গত বিভিন্ন পথে চলছেন নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে গাড়ি তল্লাশী ও দেহ তল্লাশি করছে পুলিশ। নিউ জলপাইগুড়ি স্টেশন এর প্রতিটি ট্রেনের কামরায় উঠে তল্লাশি চালাচ্ছে স্নিফার ডগ। 75 তম স্বাধীনতা দিবস এবার উদযাপন হবে করোণা আবহেই। স্কুল-কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কিছুটা হলেও ফ্যাকাশে গতবারের মতো এবারও স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। করোণা বিধি মেনে আগামীকাল সকাল থেকে গোটা দেশ রঙিন হবে তিরঙ্গায়। সতর্ক পুলিশ প্রশাসন গোয়েন্দারা। সুষ্ঠুভাবে 15 ই আগস্ট দিনটি উতরে দিতে পারলে দীর্ঘশ্বাস ফেলবে রাজ্য প্রশাসনও।