জাহিরুল হক, ১২ সেপ্টেম্বর, শিলিগুড়ি: শনি মন্দিরের দান বক্স ভেঙ্গে চুরি প্রায় দশ হাজার টাকা,,ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত অম্বিকানগর দুই নম্বর রাস্তায় অবস্থিত একটি শনি মন্দিরে।
মন্দিরের এক সদস্য উজ্জ্বল চক্রবর্তী জানান গতকাল শনি মন্দিরে বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছিল, ফলে মন্দিরের দানবাস্কে প্রচুর টাকা ছিল। সেই সুযোগে ওই এলাকারই সুবীর নামে এক যুবক মন্দির থেকে টাকা চুরি করে বলে অভিযোগ, তবে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন।এর পর খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়।
অবশেষে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।এই চুরি চক্রে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।