জহিরুল হক,১৯জুলাই, শিলিগুড়ি:অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে উদ্ধার আরোও একটি চোরাই মোটরসাইকেল।এন জে পি থানার অন্তর্গত ফুলবাড়ি সহ একাধিক জায়গায় পর পর নানান চুরির ঘটনা ঘটে বেশ কিছুদিন আগে।চুরি সংক্রান্ত ৩ টি অভিযোগ এন, জে ,পি,থানায় লিখিত আকারে জমা পড়ার পরেই নরেচরে বসে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।এর পর শুরু হয় ধরপাকরের কাজ।
অবশেষে সিপাই পাড়া খাটালবস্তি,ফুলবাড়ি ট্রাক টার্মিনার্স,হরিপুর, ফুলবাড়ি বাদলাগছ থেকে গ্রেপ্তার করা হয় ৭ দুস্কৃতিকে।এর মধ্য মুল পান্ডা দীপক সেনকে জিজ্ঞাসাবাদ করে একের পর এক উদ্ধার হয় চুরি যাওয়া সামগ্রী সহ চোরাই মালপত্র। উদ্ধার হয় ৩টি চোরাই বাইক, ৮ টি টিভি,৪ টি ল্যাপটপ,৫ টি গ্যাস সিলিন্ডার, ৪ টি পাম্প,১ টি ক্যামেরা,ও কিছু মন্দিরে চুরি যাওয়া সামগ্রী।
পুলিশ সুত্রে জানাগেছে, ধৃতরা এন জে পি থানা সংলগ্ন বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটাত।এদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে।
গত বুধবার ধৃতদের মধ্য ৩ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার পরই তাদের জিজ্ঞাসাবাদ করে রবিবার এন জে পি স্টেসন রেলওয়ে পার্কিং থেকে উদ্ধার হয় আরোও একটি ভুয়ো নাম্বারের চোরাই মোটরসাইকেল। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।