শিলিগুড়ি,১৩জুন,অভিষেক সিনহা: অবৈধ নেশার দ্রব্য বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। নেশার কবল থেকে শহরের তরুণ যুব প্রজন্মকে বাঁচাতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নয়া পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশে শহরের বিভিন্ন এলাকায় চলছে পুলিশের মাদকবিরোধী অভিযান। প্রায় প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে নেশার দ্রব্য বিক্রির চক্রের সাথে যুক্ত অপরাধীদের। তরুণ যুব প্রজন্মকে বাঁচাতে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসী।
উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে ব্রাউন সুগার আমদানি এবং তা শিলিগুড়িতে নিয়ে এসে বিক্রি করার রীতি দীর্ঘকালীন। শনিবার রাতে ব্রাউন সুগার পাচারের অভিযোগে গ্রেপ্তার হল তিন জন। শনিবার গোপনসুত্রে মাটিগাড়া থানা পুলিশের কাছে খবরের আসে ব্রাউন সুগার পাচারের জন্য তিন যুবক মাটিগাড়া এলাকায় জড়ো হয়েছে। গোপন সুত্রে এই খবর মিলতেই অপরাধীদের ধরতে সজাগ ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এর মাটিগাড়া থানার পুলিশ।
এরপর শনিবার রাতে সন্দেহজনক তিন যুবকে এক সঙ্গে দেখে পুলিশের সন্দেহ হওয়ায় তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় ২৫৫ গ্রাম ব্রাউন সুগার।পাশাপাশি গ্রেপ্তার করা হয় ওই অপরাধের সাথে যুক্ত তিন যুবককে। ধৃত তিন যুবকের নাম সুলতান ইসলাম, মকসুদুল হক, মনোজ বিশ্বাস। ধৃতরা তিনজনই শিলিগুড়ির বাসিন্দা।
তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কী থেকে ওই ব্রাউন সুগার শিলিগুড়িতে পাচারের উদ্দ্যেশে আনা হয়েছিল। গ্রেপ্তার হওয়া তিন অভিযুক্তকে রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আর কারা কারা জরিত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।