প্রসেনজিৎ রাহা,১৭আগস্ট, শিলিগুড়ি:
বিজেপির যুব সংকল্প যাত্রাকে কেন্দ্র মঙ্গলবার সকালে শিলিগুড়ির হাসমিচকে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যুব সংকল্প যাত্রা কর্মসূচি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিজেপি কর্মীরা হাসমিচকে জমা হচ্ছিলেন। সেসময় তাঁদের এক এক করে আটক করা শুরু করে পুলিশ। বিজেপি কর্মী সমর্থকদের একজন একজন করে আটক করে থানায় নিয়ে যায় শিলিগুড়ি থানার পুলিশ।
এরপর শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষের নেতৃত্বে কিছু বিজেপি কর্মী মিছিল করতে করতে হাসমিচকে আসেন। তখন পুলিশ তাঁদেরও বাধা দেয়। এরপর শুরু হয়ে যায় পুলিশের সাথে ধস্তাধস্তি। শিলিগুড়ি থানার পুলিশ বিজেপি বিধায়ক এবং কর্মী-সমর্থকদের আটক করে।
যুব মোর্চা কর্মীদের আটক করার প্রতিবাদে আশেপাশে থাকা বাকি বিজেপি কর্মীরা নিজেরাই পুলিশের গাড়িতে উঠে থানায় যান। কাল থেকেই যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ডেপুটি পুলিশ কমিশনার জোন-এক, জয় টুডু সহ অন্য পুলিশ কর্মীরা।