শিলিগুড়ি,৪মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ:পশ্চিমবঙ্গের জনপ্রিয় ও সাহসী অভিনেত্রী হলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বিতর্ক যেন তার পিছুই ছাড়েনা। মাঝেমধ্যেই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে ঝড় ওঠে।
সেইসাথে সোশ্যাল সাইটে তাকে আক্রমণ করেও আসে নানা বিতর্কিত মন্তব্য। আর তার উত্তরেও কোন দ্বিধা না রেখে কাটছাট উত্তর দিয়ে ভক্তদের তারিফ কুড়িয়ে নেন এই অভিনেত্রী। নেটিজেনরা কেবলমাত্র সু” কথাতেই নয় কু” কথাতেও টার্গেট করেন স্বস্তিকাকে।এবার তন্ময় ঘোষ নামের এক ব্যবহারকারী স্বস্তিকার একটি ছবিকে কেন্দ্র করে তাকে ‘এক রাতের জন্য কত টাকা নেন?’ এমন প্রশ্ন করে বসেন।আর উত্তরে বেশ কড়া করেই জবাব দেন স্বস্তিকা।
তন্ময়ের ওই আপত্তিকর টুইটের জবাবে স্বস্তিকা লিখেন ‘আপনার সেই সামর্থ্য নেই “স্যার”। বিনামূল্যে কেবল কল্পনাই করতেই পারেন। বাস্তবে আপনার পক্ষে তা সম্ভব নয়।এটাই চেষ্টা করুন।’স্বস্তিকার এমন উত্তরে হকচকিয়ে যায় তন্ময় ঘোষ নামে ওই নেটিজেন। আর জম্পেশ এই কমেন্ট রিপ্লাইয়ে স্বস্তিকার ভক্তরা তার প্রশংসায় মেতেছেন। তেমনি তন্ময় ঘোষকেও আক্রমণ করেও বেশ টুইট করছেন তারা। বঙ্গ নারীর এই স্মার্ট উত্তর তরুণী-যুবতীদের অনেকটাই স্মার্ট করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। কারণ একটা কথাই আছে “টিট ফর ট্যাট”। আর এটাই দেওয়া উচিত। ঠিক যেমনটি দিয়েছেন স্বস্তিকা।