উজ্জ্বল দাস, ১৬ সেপ্টেম্বর, কামাখ্যাগুড়ি: কামাখ্যাগুড়িতে অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বন কর্মীরা। বুধবার বিকেলে গোপন সূত্রের খবরের ভিত্তিতে কামাখ্যাগুড়ি স্টেট ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালান বনকর্মীরা।
কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জ অফিসার উত্তমকুমার সরকারের নেতৃত্বে চলে ওই অভিযান। অভিযানে ৩০ সিএফটি চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত হয়। বন বিভাগ সূত্রে জানা গিয়েছে, কাঠ পাচার রুখতে প্রতিদিন বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। বাজেয়াপ্ত হওয়া ৩০ সিএফটি সেগুন কাঠের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
তবে এই ঘটনায় যুক্ত কাউকে গ্রেফতার করতে সমর্থ হননি বন কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ। অবৈধ উপায়ে কাঠ পাচার রুখতে লাগাতার অভিযান চালানো হবে বলে বন বিভাগের তরফে জানানো হয়েছে।