ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৬জুলাই, দিল্লী: করোনা পরিস্থিতিতে সিলেবাস ও বোর্ডের পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল CBSE। CBSE বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বোর্ডের পরীক্ষা হবে দুটি টার্মে। পঞ্চাশ শতাংশ সিলেবাসের উপরে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা হবে নভেম্বর-ডিসেম্বর মাসে।
অন্যদিকে, বাকী অংশের পরীক্ষা হবে আগামী মার্চ-এপ্রিল মাসে দ্বিতীয় টার্মে।করোনা পরিস্থিতিতে এবার বাতিল হয়েছে বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। দশমের পরীক্ষা বাতিলের পর দ্বাদশের পরীক্ষা নেওয়ার একটা চেষ্টা করেছিল বোর্ড। কিন্তু করোনা সংক্রমণ না কমায় শেষপর্যন্ত বাতিল করে দেওয়া হয় দ্বাদশের পরীক্ষাও। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখে এই শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ শ্রেণির মূল্যায়ণ নিয়েও বিশেষ পদ্ধতি অবলম্বন করছে বোর্ড।
স্কুলের ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট নিয়ে বোর্ডের তরফে বলা হয়েছে, দুই টার্মের পাশাপাশি নবম ও দশম শ্রেণির প্রাক্টিক্যাল, অ্যাক্টিভিটি ও প্রজেক্ট ওয়ার্কের উপরে জোর দেওয়া হবে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে দুটি টার্মের পরীক্ষা ছাড়াও জোর দেওয়া হবে ইউনিট টেস্ট, অ্যাক্টিভিটি, প্রাকটিক্যাল ও প্রোজেক্টের উপরে।