শিলিগুড়ি,৩০মে,পরিমল রায়: করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে করোনা রোগীদের চিকিৎস্যার জন্য শিলিগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিপরীতে ঠিকনিকাটা এলাকার অমিত আগরওয়াল ভবনে তৈরী করা হল সেফ হোম৷ সেফ হোম তৈরীতে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ি এবং কোভিড কেয়ার নেটওয়ার্ক ও বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা৷ জানা গেছে সেফ হোমে থাকছে ৩০টি অক্সিজেন বিশিষ্ট বেড ৷ থাকবে ডাক্তার, নার্স ও ঔষধের সুব্যবস্থা ৷
রবিবার ওই সেফ হোমের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন শিলিগুড়ি পুর নিগমের প্রশাসক মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব৷ সঙ্গে উপস্থিত ছিলেন অমিত আগরওয়াল ভবনের কর্নধার অজিৎ আগরওয়াল, পুর বোর্ডের সদস্য অলোক চক্রবর্তী, রঞ্জন সরকার, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত, দার্জিলিং এর জেলা শাসক এস পুন্নম বল্লম, লায়ন্স ক্লাবের সদস্যরা এবং কোভিড কেয়ার নেটওয়ার্কের সদস্যরা৷
সেফ হোমের দায়িত্বে থাকা আধিকারিকেরা জানিয়েছেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে যে সকল মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন কিন্তু চিকিৎস্যা করাতে পারছেন না বা বাড়িতে চিকিৎস্যা ও থাকার সুব্যবস্থা নেই তাদের জন্যই এই সেফ হোম তৈরী করা হয়েছে৷অমিত আগরওয়াল সেফ হোমে দুটি বেড নিয়ে একটি কেবিন তৈরী করা হয়েছে৷ প্রতিটি কেবিনে করোনা রোগীদের বিনোদনের জন্য রাখা হয়েছে টিভি৷ মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবার জন্য ওয়াইফাই এর ব্যবস্থাও।
রবিবার করোনা স্বাস্থ্যবিধি মেনে সেফ হোমের আনুষ্ঠানিক উদ্ধোধন হলেও আগামী ১লা জুন থেকে রোগী ভর্তি চালু হবে বলে জানিয়েছেন সেফ হোমের দায়িত্বে থাকা আধিকারিকেরা৷