জনার্দন রায়, ২৭আগস্ট, বানারহাট: নালায় আটকে পড়েছিল হস্তি শাবক।আর ঐ হস্তি শাবক এর চিৎকার শুনে এলাকায় ছড়ায় চাঞ্চল্য। ডুয়ার্সের কারবালা চা বাগানের ঘটনা। শুক্রবার সকালে কারবালা চা বাগানের নালায় পা হড়কে পড়ে গিয়েছিল একটি হস্তিশাবক। হস্তি শাবক এর চিৎকার শুনে চা বাগানের শ্রমিকরা ছুটে আসেন। কিন্তু শাবকটিকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে চা শ্রমিকেরা।
এর পর খবর দেওয়া হয় বনদপ্তর কে। খবর পেয়ে ঘটনা স্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়, জলপাইগুড়ির অননারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী সহ অন্যান্য বন কর্মীরা। হস্তি শাবক টি কে নালা থেকে উদ্ধারের চেষ্টা শুরু করেন বন কর্মীরা,অবশেষে সফল হন।
বন কর্মী দের অনুমান কারবালা চা বাগানের পাশেই রেতী জঙ্গল, সম্ভবত সেই জঙ্গল থেকেই হাতির দল এলাকায় ঢুকেছিল। সবাই চলে যেতে পারলেও শাবক টি চা বাগানের নালায় পড়ে যায়। বল কর্মীরা হস্তি শাবক টি উদ্ধার করে তার শারীরিক সমস্ত বিষয় খতিয়ে দেখে পুনরায় রাতের অন্ধকারে রেতী জঙ্গলে ছেড়ে দেবে বলে জানা গিয়েছে।