জনার্দন রায়,৮আগস্ট,জলপাইগুড়ি:রেশন সামগ্রী বিভিন্ন জায়গা থেকে এনে সেগুলি মজুত করা হচ্ছিল গুদামে, এর পর সেগুলি চালান করা হচ্ছিল বিভিন্ন জায়গায়। প্রশাসনের নাকের ডগার আড়ালে ময়নাগুড়ি বাইপাসের ধারে মাসের পর মাস ধরে এভাবেই চলছিল বেআইনি কালোবাজারির কারবার।
অবশেষে শনিবার জলপাইগুড়ি জেলা খাদ্য দপ্তর এবং ময়নাগুড়ির প্রশাসনের উপস্থিতিতে সেই গুদামে অভিযান চালানো হয়। উদ্ধার হয় বিপুল পরিমানের রেশন সামগ্রী। খাদ্য দপ্তর থেকে অবৈধ দুটি গুদামকেও সিল করা হয়। জানা গেছে, বিভিন্ন এলাকা থেকে রেশনের খাদ্য সামগ্রী চোরাপথে এই গুদামে আসত। এর পর প্যাকেট পরিবর্তন করে সেগুলি পাচার করা হত।
শনিবার বিকেলে জলপাইগুড়ি জেলা খাদ্য নিয়ন্ত্রকের ডেপুটি কন্ট্রোলার অজয় মিশ্র, ময়নাগুড়ি জয়েন্ট বিডিও এবং ময়নাগুড়ি পুলিশ যৌথ অভিযান চালায়। আর দুটি গুদামে বিপুল সংখ্যাক অবৈধ রেশন সামগ্রী দেখে চক্ষু চড়কগাছ হয় প্রশাসনের আধিকারিকদের।
প্রশ্ন উঠছে, কেমন করে প্রশাসনের চোখের আড়ালেই ময়নাগুড়িতে এই অবৈধ কারবার গড়ে উঠেছিল? এর পিছনে অনেকেরেই হাত রয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। প্রশাসনের অভিযান খবর শুনতে অবশ্য পলাতক অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ব্যবসায়ী। তবে তাদের কাছে পৌঁছতে প্রশাসন তদন্ত শুরু করেছে।
জনার্দন রায়