সৈইদ নিজাম,২০জুলাই, মালবাজার: চাবাগানের ঝোপ থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করল বনকর্মীরা। মঙ্গলবার সকালে মাল ব্লকের গুডহোপ চাবাগান থেকে ঐ পুর্নবয়স্ক পুরুষ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার বন্যপ্রান শাখার মাল স্কোয়ার্ডের বনকর্মীরা। জানাগেছে, মঙ্গলবার সকালে চাবাগানের শ্রমিকরা কাজে গেলে চাবাগানের ৯ নম্বর আবাদি এলাকায় ওই চিতাবাঘের মৃতদেহটি দেখতে পায়। মৃতদেহটিতে পচন ধরা শুরু করে ছিল। সম্ভবত কয়েকদিন আগেই মারা গেছে চিতাটি। খবর পেয়ে মালবাজার থেকে বন্যপ্রান স্কোয়ার্ডের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
বন্যপ্রান স্কোয়ার্ডের রেঞ্জার দিপেন সুব্বা জানান, উদ্ধার মৃত চিতাবাঘটি পুরুষ ও পুর্ন বয়স্ক ছিল। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে সঙ্গীনি দখলের লড়াইয়ে জখম হয়ে মারা গেছে চিতাটি। আবার পুর্নবয়স্ক থাকায় অসুস্থ হয়েও মারা যেতে পারে। ডাক্তারি পরীক্ষা ও ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানাযাবে।