শিলিগুড়ি,৭জুন,জহিরুল হক :ময়না তদন্তের জন্য পুনরায় কবর থেকে তোলা হলো শিশুর মৃতদেহ। গতকাল একটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রান হারায় বছর চারের শিশুপুত্র অভি বর্মন।ঘটনাটি ঘটেছে নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ৩৩ নং ওয়ার্ড নবগ্রাম এর চলন্তিকা কালিমন্দিরের সামনে।
ঘটনা সূত্রে জানা গেছে ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা র জ্যোতি নগর কলোনির বাসিন্দা রাকেশ বর্মন এবং মা পূজা বর্মন তাদের সাড়ে চার বছরের ছেলে অভি কে নিয়ে ই রিক্সা তে করে দাদুর সঙ্গে দেখা করতে যাচ্ছিল।এমন সময় সামনে থেকে একটি বাইক এসে সজোরে ধাক্কা মারলে অভি বর্মন গুরুতর ভাবে জখম হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে গোটা ঘটনায় শোকের ছায়া এলাকায়।।
কিন্তু রাত পোহাতেই সম্পূর্ণ ঘটনাটি অন্যদিকে মোর নেয় পরিবার সূত্রে জানা যায় গতকাল মৃতশিশুকে ময়না তদন্ত না করেই ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।তারপরেই বাড়ির লোক মৃতশিশুকে স্থানীয় কবর স্থানে কবর দেয়।
কিন্তু আজ প্রশাসনের তরফ থেকে বলা হয় মৃত শিশুকে ময়না তদন্ত করতে হবে এই নিয়েই পরিবারকে চাপ দেওয়া হলে তারা বাধ্য হয়ে আবার কবর থেকে সেই সেই শিশুর মৃতদেহকে ওঠানো হয় এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।