জনার্দন রায়,৮জুলাই,জলপাইগুড়ি: তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও বেসরকারি বাসের ভাড়া এখনও বাড়েনি। পুরোনো ভাড়াতে বাস চালিয়ে কোন লাভ হবে না সেই কারণে বেসরকারি বাস পথে নামেনি জলপাইগুড়িতে। সরকারি বাস চলাচল স্বাভাবিক হলেও যাত্রীদের সংখ্যা তেমন দেখা যাচ্ছে না জলপাইগুড়ি শহরের।
আর সেই কারণেই অর্থ লাভ হবেনা জন্য জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ও ডুয়ার্স রুটের বেশ কয়েকটি বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাস মালিকেরা।তার ফলে বিপাকে পড়েছেন বাস ড্রাইভার থেকে বাস কন্ডাক্টররা । সারা পশ্চিমবঙ্গের সাথে জলপাইগুড়ি তে বেসরকারি ও সরকারি বাস পরিসেবা চালু হলেও এখন বেসরকারি বাস পুরোদমে রাস্তায় নামতে দেখা যায়নি ।
মাত্র দু তিন টি বাস রাস্তায় চোখে পরছে। কোভিড স্বাস্থ্যবিধি মেনে 50% যাত্রী নিয়ে বাস চালানোর কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। যার ফলে বাসে যাত্রীর সংখ্যা হবে অর্ধেক, কিন্তু তেলের দাম বর্তমানে 100 ছুঁই ছুঁই,ফলে অর্ধেক যাত্রীতে বাস চালিয়ে লাভ হবে না কোনো। আর এই কারনেই বেসরকারি বাস পথে নামাতে চাইছেন না বাস মালিকরা। এর ফলে বিপাকে পড়েছেন বাসচালক এবং কন্ডাকটররা।