ফ্ল্যাশ মিডিয়া নিউজ,২২জুলাই,দক্ষিণ দিনাজপুর: এক ব্যবসায়ীকে মাথা থেঁতলে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায়। মৃত ওই ব্যবসায়ীর নাম মানিক সাহা। তিনি গঙ্গারামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত ব্যবসায়ী মানিক সাহার পরিবার সূত্রে জানা গিয়েছে বুধবার রাতে পিকনিক করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তিনি।
তার স্ত্রী রাত্রি দশটা নাগাদ ফোনও করেছিলেন। মানিকবাবু করেছিলেন বাড়ি আসছি। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি মানিকবাবু। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরত্বে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মাথা থেঁতলানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় বাসিন্দারা। তারপরেই খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানার পুলিশকে। খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশবাহিনী।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মানিক সাহা কে খুন করা হয়েছে। বাসিন্দাদের অনুমান মানিক সাহা বাইক নিয়ে বাড়ির দিকে যাওয়ার পথেই তাকে দুষ্কৃতীরা খুন করে ও মুখ মাথা থেতলে দেয়। ঐ ব্যবসায়ীকে মাটিতে ফেলে পাথর জাতীয় কিছু দিয়ে মাথায় জোরালো আঘাত করা হয়েছে বলেই অনুমান পুলিশের।
ঘটনাস্থলের আশেপাশে থাকা দুটি সিসিটিভি ও ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। আজ সকালে ঘটনাস্থলে ছুটে যান দক্ষিণ দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ সেরপা, গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি প্রদীপ সরকার সহ বিশাল পুলিশবাহিনী।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে, মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।