শিলিগুড়ি,৭জুন,প্রসেনজিৎ রাহা: নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে গেল একটি পুলকার।এই দূর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। ঘটনাটি ঘটেছে কার্শিয়াংয়ের রোহিনী রোডের গৌরীশংকর এলাকায়। জানা গিয়েছে, ওই তিনজন পুলকারে করে শিমূলবাড়ি থেকে রোহিনী হয়ে দার্জিলিং এর সোনাদায় যাচ্ছিলেন। সেই সময় রোহীনির গৌরীশংকর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পালটি খেয়ে খাদে পড়ে যায়। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি।
পথে চলাচলকারী অন্যান্য যানবাহন চালকেরা দুর্ঘটনার দৃশ্য দেখেই উদ্ধারকাজে নামায়ার চেষ্টা করেন ও খবর দেন পুলিশ কে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। আহতদের উদ্ধার করে কার্শিয়াং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।কার্শিয়াং থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় কোনও মৃত্যুর খবর নেই। তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটিও উদ্ধার করা গিয়েছে,