ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৬আগস্ট,শিলিগুড়ি: দ্বিতীয় ঢেউয়ের শেষবেলায় ফের উদ্বেগ বাড়ছে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে । দৈনিক সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১২ জন, বুধবার যা ছিল ৮২৬। আর বৃহস্পতিবার করোনার বলি রাজ্যের ১৩ জন, বুধবার তা ১০ ছিল। তবে সংক্রমণের নিরিখে চিন্তা বেশ বাড়িয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় শুধু একদিনেই নতুন করে সংক্রমিত ১১৪ জন।
করোনাযুদ্ধে সবচেয়ে এগিয়ে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত মাত্র ৪ জন।স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫, ৩১, ৬৬২। রাজ্যে এখনও পর্যন্ত করোণায় আক্রান্ত হলেও সুস্থ হয়ে উঠেছেন ১৫,০২,৭৪৮ জন। রাজ্যে কোভিডের কোপে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ১৮ হাজার ১৯৩ জন। করোনার বিরুদ্ধে মোকাবিলায় সবচেয়ে এগিয়ে মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার পরই দৈনিক সংক্রমণের শীর্ষে কলকাতা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় ৭৯ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে, করোনা টিকার সংকট এখনও অব্যাহত রাজ্যে। কেন্দ্র এখনও পর্যাপ্ত টিকা সরবরাহ করছে না বলে বৃহস্পতিবারও প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। এখনও ১৪ লক্ষ টিকা প্রয়োজন রাজ্যে। কিন্তু কোভিশিল্ডে ভাঁড়ারে টান। তৃতীয় ঢেউ উকিঝুকি মারছে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর সেই কারণেই রাজ্যে এখনও বিধিনিষেধ জারি রেখেছে সরকার। চলছে নাইট কারফিউ। হেলদোল হীন মানুষ দের বিরুদ্ধে বিশেষ টিম ম্যানেজমেন্ট আইনে উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। জমায়েত হীন যেকোনো রকম অনুষ্ঠান, শারীরিক দূরত্ব বজায় এবং মাস্ক ব্যবহারের উপর দেওয়া হয়েছে বাড়তি নজরদারি। কারণ রাজ্যের মানুষকে নিয়ে চিন্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।