শিলিগুড়ি,১৮মে,জাহিরুল হক:অনেকেই পড়ছেন না মাস্ক। অনেকেই মানছে না লকডাউন। অনেকে নাইট কারফিউ তে বেরিয়ে পড়েছেন রাস্তায়। আর তাদের জন্যই বাড়ছে চাপ। থানার লকআপ যাচ্ছে ভরে। আর সেই কারনেই এবার নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তৈরি করল একটি অস্থায়ী বড় লক আপ ।
সমগ্র দেশজুড়ে চলছে করোনা মহামারীর প্রকোপ। দেশের অন্যান্য রাজ্যগুলির মত পশ্চিমবঙ্গে ও চলছে কড়া লকডাউন। রাত ন’টা থেকে সকাল পর্যন্ত চলছে কারফিউ। প্রয়োজন ছাড়া পথে কেউ যাতে না বের হন এমনটাই অনুরোধ করেছে সরকার। কিন্তু কে শোনে কার কথা। অনেকেই লকডাউন অমান্য করছেন। পথচলতি মানুষ জন থেকে শুরু করে কিছু দোকানদাররা প্রত্যেকদিন মাস্ক না পড়ার পাশাপাশি বেশিক্ষণ খোলা রাখছে দোকান। আর এই সমস্তত কারণে আইন অমান্যকারীদেরকে গ্রেপ্তার করতে হচ্ছে পুলিশকে।
অন্যান্য থানার মত একই হাল নিউ জলপাইগুড়ি থানার পুলিশের। লকডাউন অমান্যকারীদের আটক করে নিয়ে আস্তে আস্তেই ভরে যাচ্ছে থানার শ্রীঘড়।আর সেই কারণেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীরা সিদ্ধান্ত নিয়েছেন থানার পাশেই একটি অস্থায়ী লকআপ তৈরি করার। ইতিমধ্যেই সেই লক আপ তৈরীর কাজ চলছে জোর কদমে ।