অভিষেক সিনহা,৯জুলাই,শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর স্পেশাল অপারেশন্স গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশের যৌথ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ২ অভিযুক্ত গ্রেফতার। শিলিগুড়ি শহরকে নেশা মুক্ত শহর গড়ে তুলতে লাগাতার অভিযান চালাচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মার নেতৃত্বে চলছে এই অপারেশন। প্রতিদিনই শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হচ্ছে মাদক। বৃহস্পতিবার রাতে আবারো মিলল সাফল্য। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে ভক্তিনগর থানার অন্তর্গত গান্ধী নগর এলাকায় অভিযান চালায়।দুই যুবককে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২৪ কেজি গাঁজা।
স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের নাম দীপক মন্ডল এবং অনুপ প্রসাদ। দুজনের বিরুদ্ধেই এনডিপিএস ধারায় মামলা করেছে পুলিশ। অভিযুক্তদের শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডে চাওয়া হয় এই চক্রে আর কারা জড়িয়ে রয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানার জন্য।