শিলিগুড়ি,২৬মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: রাজ্যে কিছুতেই লাগাম আসছেনা করোণায় আক্রান্তের সংখ্যা বা মৃত্যুর সংখ্যাতে। মঙ্গলবার চীনা ভাইরাস কেড়ে নিল আমাদের রাজ্যের ১৫৭ জনকে। যা পরিস্থিতি চলছে তাতে একটা বিষয় পরিষ্কার এখনই নিস্তার নেই করোনার দ্বিতীয় ঢেউ এর হাত থেকে।এর ওপর আবার ইতিমধ্যেই রাজ্য থাবা বসিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস।
করোনার দ্বিতীয় ঢেউতেই সর্বস্বান্ত দেশের পাশাপাশি বাংলা। দেশের অন্যান্য রাজ্যের মত
প্রতিদিন হাসপাতাল নার্সিং হোমে প্রিয়জন হারানো মানুষগুলোর কান্না এখন পশ্চিমবঙ্গেরও নিত্যদিনের ছবি হয়ে গেছে।বাংলাবাসী চাইছে একটু বাঁচতে। আর কত?কত মানুষের প্রাণ কেড়ে নেবে করোনা? রাজ্যের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য সরকার,
গোটা দেশেও ক্রমশ বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। পিছিয়ে নেই বাংলাও।বিগত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭হাজার ৫ জন।করোনায় মৃত্যু হয়েছে ১৫৭ জনের। প্রতিদিন পশ্চিমবঙ্গে এখন ১৯ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। বিগত ১০দিন যাবত করোনায় রেকর্ড মৃত্যু কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তরের। করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ১৩ লক্ষ ১৮ হাজার ৯৮৩ জন। মঙ্গলবার বিভিন্ন হাসপাতাল নার্সিং হোম থেকে সুস্থ হয়ে বাড়ি গিয়েছেন ১৯ হাজার ১৫৭ জন। করোনার প্রথম দিন থেকে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বিভিন্ন হাসপাতাল নার্সিং হোম থেকে বাড়ি গিয়েছেন ১১ লক্ষ ৭৯ হাজার ৯৮৫ জন।
প্রথম ঢেউ থেকে বাংলায় করোনার কারণে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৪০৮৩১ জনের। করোনার হাত থেকে রক্ষা পেতে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়ার পাশাপাশি অব্যাহত করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী আক্রান্ত এবং মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণবঙ্গ।
উত্তর ২৪ পরগনা এবং কলকাতায় বিগত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৪৬ এবং ৩৩। আর উত্তরবঙ্গে মৃত্যুর সংখ্যা অনেকটাই কম। জলপাইগুড়ি জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭৭৫ জন জলপাইগুড়িতে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৭৯ জন। দর্জিলিং জেলাতে মৃত্যু হয়েছে ০৬ জনের।আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। আলিপুরদুয়ার জেলায় মৃত্যু হয়েছে ০১ জনের কোচবিহার জেলায় আক্রান্ত ২৪২জন। কোচবিহারে মৃত ০১ । কালিংপং জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৮৪ জন। কালিংপং জেলায় মৃত্যূ হয়েছে একজনের ।উত্তর দিনাজপুর জেলায় করোণায় আক্রান্ত হয়েছেন ১৮১ জন। উত্তর দিনাজপুরের মৃত্যু হয়েছে ০২ জনের। দক্ষিণ দিনাজপুরে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। দক্ষিণ দিনাজপুর জেলায় মৃত্যু হয়েছে একজনের । মালদায় আক্রান্ত ১৭২ জন।তবে বিগত ২৪ ঘন্টায় মালদায় কোন মৃত্যু হয়নি।
গত ২৪ ঘন্টায় কয়েক হাজার মানুষ করোনায় আক্রান্ত হলেও মৃতের সংখ্যা দিনকে দিন কমছে উত্তরবঙ্গের বঙ্গের জেলায় জেলায়, পাশাপাশি কমেছে মৃতের সংখ্যা। বর্তমান রাজ্যে লকডাউন চলছে। সরকারের নির্দেশ মেনে গৃহবন্দি সাধারণ, কারণ বাঁচতে চাইছে বাংলা।
করোনার চেইন ব্রেক করতে লকডাউনই একমাত্র অস্ত্র বলেই মনে করেছে রাজ্য সরকার। বাংলাবাসিও চাইছে বাঁচতে। সবাইকে মাস্ক ব্যবহার এবং শারীরিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। তবে করোনার পাশাপাশি এখন ব্ল্যাক ফাঙ্গাস বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তরের, তবে সব লড়াইয়ের সাথেই লড়তে হবে আমাদের। জয় করতে হবে নিশ্চিত।