Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ পৃথক রাজ্যের দাবি উঠছে বঞ্চনা থেকে শিলিগুড়িতে বললেন দিলীপ ঘোষ

পৃথক রাজ্যের দাবি উঠছে বঞ্চনা থেকে শিলিগুড়িতে বললেন দিলীপ ঘোষ

পরিমল রায়,২৬জুন,শিলিগুড়ি: তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসলেন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ৷ শনিবার তিনি রেলপথে শিলিগুড়ির এনজেপি রেল স্টেশনে এসে পৌছান৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি৷ ২১এর বিধানসভা নির্বাচন শেষ হবার পর থেকে গোটা রাজ্যে রাজ্যের শাসক দল রাজনৈতীক হিংসা ও অশান্তি চালাচ্ছে বলে বারবার অভিযোগ করে আসসে ভারতীয় জনতা পার্টি৷

তাদের অভিযোগ রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে তৃনমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর অত্যাচার করছে, বিজেপি কর্মীদের ঘরছাড়া করছে, মারধোর করছে, খুন করছে৷ উত্তরবঙ্গ থেকেও এমন অভিযোগ উঠেছে। তারি খোঁজখবর নিতে বিজেপির রাজ্য সভাপতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি ঘুড়ে ঘুড়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে কথা করবেন৷

শনিবার সকালে তিনি শিলিগুড়িতে পৌছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকে রাজ্যের শাসক দলের কর্মীদের দ্বারা বাজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷অনেকে ঘরছাড়া হয়েছেন৷ তাদের ঘড়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোচনা করবেন তিনি৷ পাশাপাশি আসন্ন পুরসভা নির্বাচন এর জন্য উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভা কেন্দ্রগুলিতে গিয়ে বিজেপি কর্মীদের নিয়ে আলোচনাও করবেন তিনি এবং পুর ভোটের প্রস্তুতি নেবেন৷

উত্তরবঙ্গ নামে আলাদা রাজ্যর দাবি নিয়ে শরগরম উত্তরবঙ্গ। সে বিষয়ে তিনি বলেন উত্তরবঙ্গের মানুষ ৭০ বছর ধরে বঞ্চিত৷ তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করবেই৷ উত্তরবঙ্গে কামতাপুর আন্দোলন, গোর্খা আন্দোলন এর আগেও হয়েছিলো ৷ এখনও রাজ্য সরকার উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে রেখেছে ৷ তবে বিজেপি উত্তরবঙ্গ বলে আলাদা রাজ্য নিয়ে এখনো কোন কিছু ভাবেনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments