পরিমল রায়,২৬জুন,শিলিগুড়ি: তিন দিনের জন্য উত্তরবঙ্গ সফরে আসলেন বিজেপি রাজ্য সভাপতি দীলিপ ঘোষ৷ শনিবার তিনি রেলপথে শিলিগুড়ির এনজেপি রেল স্টেশনে এসে পৌছান৷ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে দেখা করবেন তিনি৷ ২১এর বিধানসভা নির্বাচন শেষ হবার পর থেকে গোটা রাজ্যে রাজ্যের শাসক দল রাজনৈতীক হিংসা ও অশান্তি চালাচ্ছে বলে বারবার অভিযোগ করে আসসে ভারতীয় জনতা পার্টি৷
তাদের অভিযোগ রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে তৃনমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টির কর্মীদের ওপর অত্যাচার করছে, বিজেপি কর্মীদের ঘরছাড়া করছে, মারধোর করছে, খুন করছে৷ উত্তরবঙ্গ থেকেও এমন অভিযোগ উঠেছে। তারি খোঁজখবর নিতে বিজেপির রাজ্য সভাপতি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি ঘুড়ে ঘুড়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের সঙ্গে কথা করবেন৷
শনিবার সকালে তিনি শিলিগুড়িতে পৌছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিধানসভা নির্বাচনের ফল ঘোষনার পর থেকে রাজ্যের শাসক দলের কর্মীদের দ্বারা বাজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷অনেকে ঘরছাড়া হয়েছেন৷ তাদের ঘড়ে ফিরিয়ে নিয়ে আসার জন্য আলোচনা করবেন তিনি৷ পাশাপাশি আসন্ন পুরসভা নির্বাচন এর জন্য উত্তরবঙ্গের বিভিন্ন পুরসভা কেন্দ্রগুলিতে গিয়ে বিজেপি কর্মীদের নিয়ে আলোচনাও করবেন তিনি এবং পুর ভোটের প্রস্তুতি নেবেন৷
উত্তরবঙ্গ নামে আলাদা রাজ্যর দাবি নিয়ে শরগরম উত্তরবঙ্গ। সে বিষয়ে তিনি বলেন উত্তরবঙ্গের মানুষ ৭০ বছর ধরে বঞ্চিত৷ তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করবেই৷ উত্তরবঙ্গে কামতাপুর আন্দোলন, গোর্খা আন্দোলন এর আগেও হয়েছিলো ৷ এখনও রাজ্য সরকার উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে রেখেছে ৷ তবে বিজেপি উত্তরবঙ্গ বলে আলাদা রাজ্য নিয়ে এখনো কোন কিছু ভাবেনি৷