ভাস্কর মহন্ত, ১৫সেপ্টেম্বর, ধূপগুড়ি: কুকুরের মুখে আটকে ছিল প্লাস্টিকের কৌটো, দীর্ঘক্ষণের প্রচেষ্টায় মুখে আটকে থাকা ঐ প্লাস্টিকের কৌটো বের করল পশু প্রেমী একটি সংগঠন।ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের ঘোষপাড়া এলাকায়।জানা গেছে ওই এলাকায় একটি কুকুরের মুখে কোনভাবে প্লাস্টিকের কৌটা আটকে যায়।
কয়েকদিন ধরেই কুকুরটির মুখে প্লাস্টিকের কৌটো আটকে থাকার ফলে খাওয়া-দাওয়া উঠেছিল শিকেয়। এদিক-ওদিক ছোটাছুটি করছিল কুকুরটি। স্থানীয়রা কুকুরটির মুখ থেকে প্লাস্টিকের কৌটা বের করার অনেক চেষ্টাও করে।কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হয়ে উঠছিল না। অবশেষে খবর দেওয়া হয় ধুপগুড়ির পশু প্রেমী সংগঠন অ্যানিম্যাল লাভার্সকে।
খবর পেয়ে ধুপগুড়ির পাইকপাড়া সংলগ্ন ঘোষ পাড়াতে অ্যানিম্যাল লাভার্সের সদস্যরা পৌঁছে যায়। টানা এক ঘন্টার প্রচেষ্টায় কুকুরের মুখে আটকে থাকা প্লাস্টিকের কৌটোটি বের করা হয়।প্লাস্টিকের কৌটাটি মুখ থেকে বের হতেই দৌড়ে পালিয়ে যায় কুকুরটি।স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকাবাসীরা।