ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৩১জুলাই,মালদা: বিদ্যুৎ এর টাওয়ারে এক ব্যাক্তি।অনেকে ভেবেছিলেন টাওয়ারের কোন কর্মী হয়তো কাজ করার জন্য টাওয়ারে উঠেছেন। কিন্তু বেলা গড়াতেই পথ চলতি মানুষের এই ভ্রান্ত ধারনা দুর হয়ে যায়। প্রায় চার ঘন্টার বেশী সময় ধরে ঐ ব্যক্তি বসে ছিলেন ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ এর টাওয়ারে।পথ চলতি মানুষেরা দেখে অবাক। কিন্তু কেন?এমন ঘটনা মালদার গাজোল থানার পান্ডুয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা গাজোল থানার পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ কর্মীরা পৌছে এই ব্যাক্তিকে বিদ্যুৎ এর ঐ হাই ভোল্টেজের টাওয়ার থেকে নামানোর চেষ্টা করেন। কিন্তু নাছোড় বান্দা এই ব্যাক্তি বসেই ছিলেন ঐ টাওয়ারে। এরপর খবর দেওয়া হয় দমকল দপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল।
কিন্তু শত চেষ্টা করেও ঐ ব্যাক্তিকে নামাতে সক্ষম হন নি তারা। এদিকে ৩৩হাজার ভোল্টের বিদ্যুৎ সরবরাহকারী এই খুঁটিতে যদি কোন রকম অসতর্ক হয়ে যায় ঐ যুবক তাহলেই ঘটবে মৃত্যু। তাই খুব সাবধানে নিরাপত্তাবলয় তৈরী করে দমকল কর্মীরা চেষ্টা করেন ব্যাক্তিটিকে নীচে নামানোর। বেশ কিছুক্ষণ বাদে ওই ব্যক্তিকে খাবার দাবার দিয়ে শান্ত করে বাগে আনে দমকল কর্মীরা। তারপর নামাতে সক্ষম হন টাওয়ার থেকে। তবে
তার কোন পরিচয় জানা যায় নি।