শিলিগুড়ি,২৭মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: একটি গাড়ির ডিকি থেকে চিতাবাঘের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রাঙ্গালিবাজনায়।একটি ছোটো যাত্রীবাহী গাড়ির ডিকি থেকে ঐ চিতাবাঘের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার গভীর রাতে ৪৮ নং এশিয়ান হাইওয়ের উপর রাঙ্গালিবাজনা টোল প্লাজায় নাকা তল্লাশি চালানোর সময় ঐ গাড়িটিকে আটক করে মাদারিহাট থানার পুলিশ।
নম্বরপ্লেট না থাকায় গাড়িটির উপর সন্দেহ হয় পুলিশের। সেই কারণেই গাড়িটিকে থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তবে জিজ্ঞাসাবাদ শুরু হলে আচমকা পালিয়ে যায় গাড়ির চালক সহ আরোহীরা। এরপর গাড়িটিতে তল্লাশি শুরু করলে গাড়ির ডিকি থেকে একটি চিতা বাঘের দেহ উদ্ধার করে পুলিশ। গাড়ি সহ চিতাবাঘের দেহটি মাদারিহাট থানায় নিয়ে যান পুলিশকর্মীরা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, গাড়ির ধাক্কায় মৃত্যু হয় চিতাবাঘটির। কিন্তু কি কারণে মৃতদেহটি গাড়িতে তুলে নিয়ে পালাচ্ছিল তারা তা নিয়ে এখনও ধ্বন্দে পুলিশ। তবে গাড়ির চালক ও বাকি চার জন যাত্রী বীরপাড়া থানা এলাকার বাসিন্দা বলে জানতে পেরেছে মাদারিহাট থানার পুলিশ।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওই গাড়িটির ধাক্কাতেই চিতাবাঘটি মারা গিয়েছে। এরপর সেটিকে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে গাড়ির চালক সহ অন্যরা।প্রত্যেকর খোঁজে তল্লাশি চলছে। মৃত চিতাবাঘের দেহটি বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।