শিলিগুড়ি, ২৪জুন,প্রসেনজিৎ রাহা: করোনা মহামারীর শুরুর সময় কাল থেকে আমরা গৃহবন্দি থাকলেও নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যারা সকাল থেকে রাত কর্তব্য পালন করে চলেছেন তাদের মধ্যে পুলিশের কর্মীদের ভূমিকা ও কম নয়। স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি পুলিশ প্রশাসনের প্রয়াসেই আজ অনেকটাই নিম্নমুখী কোভিড গ্রাফ। সকাল থেকে রাত নিজের পরিবার কে ছেড়ে লকডাউন এবং কার্যত লকডাউন এর সময় কালে পথে-ঘাটে থেকে কর্তব্য পালন করছেন তারা।
রাজ্যে চলা কড়া বিধিনিষেধ এর সময় কালে বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ডিউটিরত পুলিশকর্মীদের খাবারের জন্য এবার অভিনব উদ্যোগ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নয়া পুলিশ কমিশনার আইপিএস গৌরব শর্মা। শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর উদগে শুরু হল শিলিগুড়ি পুলিশ ভ্রাম্যমাণ ভোজনালয়।শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা এই ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেন। শিলিগুড়ির বিভিন্ন নাকা চেকিং পয়েন্টে ডিউটিরত পুলিশ কর্মীদের খাবার পৌঁছে দেওয়া হবে এই গাড়িতেই।
ভাত, ডাল, তরকারি থেকে মাংস সবধরনের সুস্বাদু ভরপুর খাওয়া পেয়ে প্রথম দিন বেশ খুশি পুলিশ কর্মীরা। কার্যত লকডাউন এর সময় কালে শিলিগুড়ির বাগডোগরা বিহার মোড় ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটে কর্তব্যরত পুলিশ কর্মীরা জানান, খাবার পেয়ে সত্যিই ভালো লাগল। দারুন উদ্যোগ। তারা ধন্যবাদ জানান শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর নয়া পুলিশ কমিশনার আইপিএস গৌরব শর্মা কে।