সৈয়দ নিজাম,১৭সেপ্টেম্বর,নাগরাকাটা: রাস্তা পারাপার হওয়া হাতিকে বাঁচাতে গিয়ে নাগরাকাটার খুনিয়া মোড়ের কাছে ৩১ নং জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে গেল একটি পণ্যবাহী ট্রাক।
পুলিস সুত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার গভীর রাতে একটি পণ্যবাহী ট্রাক শিলিগুড়ি থেকে বানারহাটের দিকে যাচ্ছিল। সেই সময় খুনিয়া মোড়ের কাছে কালিখোলা সেতুর সামনে জঙ্গল থেকে আচমকাই বেশ কয়েকটি হাতির দল জাতীয় সড়কে উঠে আসে। পণ্যবাহী ট্রাকের চালক ঐ হাতির দলটিকে বাঁচাতে ব্রেক কষে দেয়। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।
এই ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ ঘটনাস্থলে এসে ট্রাকটিকে ক্রেন এর মাধ্যমে উদ্ধার করে থানায় নিয়ে যায়।