বিবেক সিংহ, ৯সেপ্টেম্বর, শিলিগুড়িঃ জলপাইগুড়ি আবগারি দফতরের ভক্তিনগর সার্কেল বৃহস্পতিবার ভোর রাত্রে গোপন সুত্রের খবর পেয়ে ভক্তিনগর থানা এলাকার ভুপেন্দ্র নগর এলাকার একটি বাড়ি থেকে জাল দেশি মদ সহ এক জনকে গেপ্তার করল । ধৃত ব্যক্তির নাম মহম্মদ তাহের ।
অভিযুক্তের বাড়ির ভিতর লুকিয়ে রাখা ২৬৯ টি জাল দেশি মদ ও ১৫ লিটার কাঁচা স্পিরিট। ধৃতের বাড়ি থেকে জাল মদ ও স্পিরিট উদ্ধার করার পর অভিযুক্ত কে গেপ্তার করে আবগারি বিভাগ। বৃহস্পতিবার ধৃত মহম্মদ তাহেরকে জলপাইগুড়ির আদালতের পাঠানো হয়।