প্রসেনজিৎ রাহা,২৩আগস্ট, হাওড়া:হাওড়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। সোমবার ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো ওই কারখানায়। রাতে এক শ্রমিক সেখানে থাকলেও তিনি দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।দমকল সূত্রে জানা গেছে সকাল ৬ টা নাগাদ তাঁদের কাছে খবর আসে অগ্নিকাণ্ডের।
প্রথমে তিনটি ইঞ্জিন এবং পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল আটটা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। লিলুয়া গোসালার এনএস রোডের এই কারখানায় প্লাস্টিক রিসাইক্লিং ও ওয়্যারিং পাইপ তৈরি হতো।