শিলিগুড়ি, ২রা জুন, ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক:
২০২১ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে ১০ ই জুন অর্থাৎ আগামী বৃহস্পতিবার। এবার সূর্যগ্রহণ জৈষ্ঠ্য মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হবে।এর থেকেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এই দিন শনি জয়ন্তী পালিত হবে। তাই এই বছর সূর্যগ্রহণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
এখনো অবধি বলা হচ্ছে যে আংশিক রূপে সূর্যগ্রহণ ভারতে দেখতে পাওয়া যাবে।সূর্যগ্রহণ ১০ তারিখ দুপুরবেলা ১.৪২ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যে ৬:৪১ মিনিটে শেষ হবে। অন্তত পাঁচ ঘন্টা সূর্যগ্রহণের সময়সীমা থাকবে। ১০ ই জুন এর সূর্যগ্রহন ভারতের অরুণাচল প্রদেশ এবং লাদাখের কিছু কিছু অংশে দেখা যাবে।এছাড়াও ভারতের বাইরে উত্তর-পূর্ব আমেরিকা, ইউরোপ, এশিয়া, আটলান্টিক মহাসাগরের উত্তরাংশে আংশিক রূপে দেখা যাবে সূর্যগ্রহণ ।
এর পাশাপাশি গ্রীনল্যান্ড, কানাডার উত্তরাংশ ও রাশিয়ায় পূর্ণ সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে।জ্যোতিষ শাস্ত্রে গ্রহণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। গ্রহণ চলাকালীন বলা হয় কোন শুভ কাজ করা উচিত নয়।যেহেতু ভারতে আংশিক সূর্যগ্রহণের প্রভাব পড়বে তাই মনে করা হচ্ছে সূর্যগ্রহণ চলাকালীন যেকোনো ধরনের শুভ কাজ বা যেকোনো কাজের উপরে কোনো নিষেধাজ্ঞা এবছর নেই।জ্যোতিষ শাস্ত্রে গ্রহণকে কখনোই শুভ ঘটনা হিসেবে মান্যতা দেওয়া হয় না।
জ্যোতিষ শাস্ত্রে বলা হয় সূর্য গ্রহণ শেষ হওয়ার ঠিক পরের মুহূর্তেই সমগ্র বাড়িকে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করতে হবে।এছাড়াও যেসব সন্তানসম্ভবা মহিলারা রয়েছেন তাদের জন্য এই সময়টায় বাড়িতে থাকা আবশ্যক। তবে বিজ্ঞান এই সমস্ত বিষয় কে মানছে না।