প্রসেনজিৎ রাহা,১২আগস্ট, শিলিগুড়ি: মাছ বোঝাই গাড়ি আর ট্যাঙ্কারের সংঘর্ষে গুরুতর জখম হলো মাছ বোঝাই গাড়ির চালক। শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ঘোষপুকুরের ৩১ নং জাতীয় সড়কে বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ট্যাঙ্কারটি মাছ বোঝাই একটি পিকআপ কে ধাক্কা মারে। উল্টে যায় মাছ বোঝায় গাড়িটি।
বিকট আওয়াজ শুনে ছুটে আসেন আশপাশের লোকজন। দুর্ঘটনায় জখম পিকআপভ্যানের চালকে অন্য একটি যানবাহনে স্থানীয় লোকজন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। দুটি গাড়িকেই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ট্রাকের চালক এবং সহকারি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ শিলিগুড়ি কলকাতা সড়কে যান চলাচল বন্ধ ছিল।