ফ্ল্যাশ মিডিয়া নিউজ, ৫সেপ্টেম্বর, ডুয়ার্স:ডুয়ার্সে বাইসনের হানায় মৃত্যু হল এক বনকর্মীর।শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট এলাকার জলদাপাড়া মালঙ্গী বীটে।
জলদাপাড়া বনবিভাগের বনকর্মী গৌতম কার্জী সহ মোট চারজন বনকর্মী জলদাপাড়া জাতীয় উদ্যানের মালঙ্গী বীটে টহলরত ছিলেন। সেই সময় একটি বাইসন তাদের দিকে ধেয়ে আসে, তিনজন বনকর্মী পালিয়ে যেতে সমর্থ হলেও বনকর্মী গৌতম কার্জীকে আক্রমণ চালায় বাইসনটি।
পরবর্তীতে বনদপ্তর ও মাদারিহাট পুলিশ বনকর্মী গৌতম কার্জীকে আশঙ্কাজনক অবস্থায় মাদারিহাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মাদারিহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বন’ কর্মীদের মধ্যে।