কার্শিয়াং,২২জুন,প্রসেনজিৎরাহা: সোমবার দার্জিলিংয়ে যাওয়ার পথে রাজ্যপাল জগদীপ ধনকরকে কালো পতাকা দেখাল তৃণমূল কংগ্রেস এর পাহাড় কমিটি। সোমবার কার্শিয়াংয়ের কাছে রাজ্যপালের কনভয়ের সামনে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্যপালের ভূমিকার বিরোধিতা করেই এই বিক্ষোভ বলে খবর।
দিল্লি থেকে ফিরেই সোমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন রাজ্যপাল। সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সরকার এবং আইন-শৃঙ্খলার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধনকর। শিলিগুড়ি থেকে রাজ্যপাল সোজা চলে যান কার্শিয়াং। কার্শিয়াং স্টেট গেস্টহাউস যাবার পাহাড়ি পথে কালো পতাকা দেখানোর বিষয়ে রাজ্যপাল জানান, এভাবে তাঁকে আটকানো যাবে না।
রাজ্যবাসীর পাশেই থাকবেন তিনি। যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, দিল্লিতে গিয়ে বাংলার অপমান করছেন রাজ্যপাল। নিজের পদের অমর্যাদা করছেন তিনি। তারই বিরোধিতা করে এই বিক্ষোভ।গত সপ্তাহেই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে দুটি বৈঠক করেন জগদীপ ধনকর।
এরপর শনিবার কলকাতায় ফেরেন। সোমবার তিনি উত্তরবঙ্গে পাড়ি দেন সাত দিনের জন্য। অপরদিকে উত্তরবঙ্গ কে পৃথক রাজ্য করার দাবি তুলেছে বিজেপির একটি অংশ।আর সেই সুরে সুর মিলিয়েছে রাজবংশী কামতাপুরি সম্প্রদায়ের রাজনৈতিক দলের কিছু নেতারাও। অপরদিকে সম্প্রতি নিষিদ্ধ জঙ্গি সংগঠন কে এল ওর সুপ্রিমো জীবন সিংহ রাজ্য সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলে মুখ্যমন্ত্রী কেও হুমকি দিয়েছে। সব মিলিয়ে আবার উত্তপ্ত হচ্ছে উত্তরবঙ্গ।
ফলে এই সময়ে রাজ্যপালের এই উত্তরবঙ্গ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।