দেবাশিস দাস,১৩ আগস্ট,রায়গঞ্জ: বর যাত্রীবোঝাই স্করপিও গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের । এক শিশু ও এক মহিলা এবং পাত্র সহ গুরুতর আহত সাতজন। মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জ থানার তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।
রায়গঞ্জ শহরের এক বাসিন্দা সহ স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এক শিশু সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
রায়গঞ্জের ভিটিকাটিহার গ্রামের পাত্রপক্ষ প্রাইভেট গাড়ি করে বিয়ে করতে যাচ্ছিল ডালখোলার লাছোর গ্রামে। একটি স্করপিও গাড়িতে পাত্র সহ দশজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন তাঁরা। পথে রায়গঞ্জ থানার তেঁতুলতলা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে স্করপিও গাড়িটির।
দুর্ঘটনায় পাত্র, এক শিশু ও একজন মহিলা সহ ৭ জন গুরুতর আহত হন। সেইসময় করনদিঘী থেকে একটি কাজ সেরে ফিরছিলেন রায়গঞ্জ বন্দর কালী মন্দিরের সেবাইত মৃত্যুঞ্জয় চ্যাটার্জি। তিনি তাঁর গাড়িতে করে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। দুর্ঘটনায় শিশু সহ চারজনের অবস্থা আশঙ্কাজনক। যদিও ঘাতক লড়ির কোনও হদিশ মেলেনি। এই পথ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।