উজ্জল দাস,৩আগস্ট, শিলিগুড়ি: উত্তর কামাখ্যাগুড়ির নাবালিকাকে বাগডোগরা থেকে উদ্ধার করল পুলিশ। ১৭ বছর বয়সী ওই নাবালিকার বাড়ি কুমারগ্রাম ব্লকের উত্তর কামাখ্যাগুড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই নাবালিকা বাড়ি থেকে বের হয়ে বাগডোগরা চলে যায়। সেখান থেকে ফ্লাইটে চেপে সে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। সেইমতে ফ্লাইটের টিকিটও করে নেয় সে।
রবিবার বিকেলে বাগডোগরা থেকে ফ্লাইট ছাড়ার কথা ছিল। কিন্তু ওই নাবালিকার মা বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি দুপুর বেলা কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি অরূপ বৈদ্যের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ওসি সঙ্গে সঙ্গে বাগডোগরা থানায় যোগাযোগ করেন। বাগডোগরা এয়ারপোর্ট থেকে পুলিশ ওই নাবালিকাকে আটক করে।
কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়ির ওসি অরূপ বৈদ্যের নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার রাতে বাগডোগরা থেকে ওই নাবালিকাকে কামাখ্যাগুড়িতে নিয়ে আসে। সোমবার নাবালিকাকে আলিপুরদুয়ার আদালতের বিচারকের সামনে হাজির করানো হয়। এরপর বিচারক নাবালিকাকে তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন।
নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে রাগ করে আচমকাই সে বাড়ি থেকে বের হয়ে যায়। তবে সে বাগডোগরা থেকে কলকাতার কোথায় ও কার কাছে যেতে চেয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।