শিলিগুড়ি,৩১মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: ভোর হতে না হতেই আকাশের মুখ ভার। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতার আকাশেও বৃষ্টি দিয়েই শুরু হল সপ্তাহের প্রথম দিন। ইয়াসের জেরে কয়েকদিনের বৃষ্টির পর উষ্ণতার পারদ কমেছিল ঠিকই কিন্তু তুলনায় দুদিন পর থেকেই গরম বেড়েছে বহুগুণে। তবে এরই মধ্যে সপ্তাহের শুরুতে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর।
উত্তর ২৪ পরগণায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে কলকাতা হাওয়া অফিস। সোমবার আগামী কয়েকঘন্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। এছাড়াও পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনাতেও সোমবার সকাল থেকে বৃষ্টি জারি থাকবে বলেই জানান হয়েছে।
কেরলে সোমবার ঢুকছে মৌসুমী বায়ু। যার ফলে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে দেশে। বঙ্গোপসাগরেও এগিয়ে এসেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।
আর তার জেরেই মনে করা হচ্ছে বাংলাতেও সময় মতোই প্রবেশ করবে বর্ষা। দার্জিলিং ও
জলপাইগুড়ি সহ প্রায় গোটা উত্তরবঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে আজ থেকে। প্রতিবছরই জুন মাসের প্রথম সপ্তাহে বর্ষা ঢুকে যায় পশ্চিমবঙ্গে, এ বছরও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর।