শিলিগুড়ি,২৮মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: শুষ্ক কাশি হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্যের।বৃহস্পতিবারই তাঁর অক্সিজেনের মাত্রা বাড়িয়ে করা হয়েছে ৪ লিটার। বাইপাপের একটি নার্সিংহোমে রাখা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর রক্তচাপ বর্তমানে স্থিতিশীল। কোভিড সংক্রামিত হওয়ার পর ঘরেই থাকছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে বুদ্ধ বাবুর স্ত্রী করোনা আক্রান্ত হওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল নার্সিংহোমে। নার্সিংহোমে যেতে রাজি ছিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কিন্তু গত ২৫ মে অবস্থার অবনতি হওয়ার পর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। তাঁর শ্বাসকষ্টের সমস্যা ছিল। বুধবার পর্যন্ত তাঁর অক্সিজেন লাগছিল ৩ লিটার। বৃহস্পতিবার তা বাড়িয়ে ৪ লিটার করা হয়েছে।তবে খাবার খাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য সচেতন আছেন। কথাও বলছেন। তবে শুকনো কাশির উপসর্গ দেখা দিয়েছে তাঁর। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে রেমডিভির। তাঁর স্বাস্থ্যের উপর নজর রাখছেন চিকিৎসকদের একটি দল।